
‘লা’

হরিনারায়ণ চট্টোপাধ্যায়
এক
প্রথমে বিজয়ের খেয়াল হল।
পরীক্ষার শেষ দিন। দল বেঁধে সবাই হলের বাইরে এল। প্রশ্নপত্র খুব কঠিন হয়নি। সকলেই মোটামুটি ভালোই লিখেছে। বিজয়, পবিত্র, অলকেশ আর সরোজ।
বিজয় বলল, হ্যাঁ রে, মানস কোথায় গেল? ঘণ্টা বেজে গেছে, এখনও নিশ্চয় হলের মধ্যে নেই।
পবিত্র পাশেই ছিল। বিজয়ের দিকে ফিরে সে বলল, মানস তো আজ পরীক্ষা দিতেই আসেনি। আমার সামনেই তার সিট। সিট তো সকাল থেকে...