
হরি ঘোষের গোয়াল

সঞ্জীব চট্টোপাধ্যায়
| সঞ্জীব চট্টোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১ম পর্ব
বড়বাবু পান চিবোচ্ছিলেন। শীত সবে শহরে পা রেখেছে। যাঁদের লিভার ভালো তাঁদের এই সময়টায় মুখের চামড়া বেশ টান টান, তেলা তেলা হয়। রঙের জেল্লা খোলে। বড়বাবুর লিভারটি ভালো। বেশ চকচক করছেন। গায়ে সাদা খদ্দরের পাঞ্জাবির ওপর ঘি ঘি রঙের জহরকোট। মাথার সামনের দিকের চুল পাতলা হয়ে এলেও পেছন দিকে বর্ষার উপত্যকার মতো চুলের ভেড়া—কোঁচ। চোখে একটি সোনালি ফ্রেমের পাতলা চশমা। মুখ থেকে বাঁ হাতের ...