
সোনার কৌটো

আশাপূর্ণা দেবী
১
খবরটা জবর বটে।
কানাকানি করবার মতই।
ফুলপুরের পাড়ায় পাড়ায় রটে গেল খবরটা বেশ একখানি বিস্ময়ের বাহন হয়ে।
চাটুয্যে বাড়ির শশীতারা শ্বশুর বাড়ি যাচ্ছেন!
একজনের মুখ থেকে অনেক জনের কানে। আর কান থেকেই কানাকানি।
ব্যাপারটা কী?
হঠাৎ শ্বশুর বাড়ি?
শ্বশুর বাড়ি মানেটাই বা কী?
শশীতারার যে একটা শ্বশুর বাড়ি ছিল, তাই তো ভুলে গিয়েছিল লোক...