শুধু তারা দু’জন

শুধু তারা দু’জন

আশাপূর্ণা দেবী

শুধু তারা দু’জন

Books Pointer Iconআশাপূর্ণা দেবী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

১. কারণ কিচ্ছু নেই

না না, মোটেই না। কারণ কিচ্ছু নেই।

কিচ্ছুটার উপর বিশেষ একটা জোর দিল প্রদোষ, তার সঙ্গে হাতের সিগ্রেটটায় টোকা দিল। ছাইটা অ্যাশট্রেয় যতটা না পড়ল, উড়ল তার বেশি। তারপর প্রদোষ উদার গলায় বলল, বলেছি তো সি ইজ এ গুড গার্ল—ও, তুমি তো আবার সাহিত্যিক মানুষ, বাংলাতে ভাব প্রকাশ করতে না পারলে চটে যাও–

আর একবার সিগ্রেটটায় টোকা দিল প্রদোষ, ছাই জমে ওঠেনি তবুও দিল।

<...
Loading...