
রাজকন্যের সন্ধানে
অভীক দত্ত
“কয়েকটা তথ্য হয়ত আমরা সবাই জানি, কিংবা কেউ কেউ জানি না। তবে বলে রাখা ভাল, এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের অপারেট করতে হবে। গিলগিট বাল্টিস্তান পাকিস্তানী সরকার যেভাবে দখল করে রেখেছে, মূল অধিবাসী শিয়াদের উপর রাষ্ট্রের যে দমন নীতি, সেটাকে আমাদের এনক্যাশ করতে হবে। আমি কী বলছি বুঝতে পারছো সৈকত?”
র চিফ চিৎকার করে উঠলেন। ঘরের একদম কোণার দিকে শেষ বেঞ্চে সৈকত রায় বসে বস...