ব্লু ফ্লাওয়ার ৪

ব্লু ফ্লাওয়ার ৪

অভীক দত্ত

ব্লু ফ্লাওয়ার ৪

Books Pointer Iconঅভীক দত্ত
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনঐশী বিশ্বাস০৪ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বেনারস।

ভিড় গিজগিজ করছে দয়াসাগরবাবার নতুন আশ্রমে। ঝাঁ চকচকে আশ্ৰম।

দয়াসাগরবাবা এসেছেন শোনামাত্র তাঁকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছল। বাবার প্রসন্ন মুখ। যে ভক্তরা বাবার কাছে পৌঁছতে পারছে, পা ধরে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। বাবা কাউকে ফুল ছুঁড়ছেন, কারো মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ভিড় ক্রমশ বাড়ছে।

হঠাৎ এক হতদরিদ্র মহিলা একটা ছোট ছেলেকে বাবার কোলে দিয়ে কেঁদে পড়ল, “বাবা। ...

Loading...