
ঝিঁঝিঁ
অভীক দত্ত
১
মেট্রোতে পাশে বসে থাকা লোকটা শুভ্রর গায়ে ঢুলছিল।
শুভ্র বিরক্ত হয়ে লোকটাকে কনুই দিয়ে ঠেলল।
লোকটা উঠে শুভ্রর দিকে কড়া চোখে তাকাল।
শুভ্র বলল “কী? দেখতে পান না”?
লোকটা কোন কথা বলল না।
এম জি রোড এসে গেছিল। শুভ্রর সঙ্গে লোকটাও নামল। রাস্তায় উঠেই শুভ্র টের পেল পিঠে কিছু একটা খোঁচা মারছে। সে চিড়বিড়িয়ে উঠে...