বিবাগী পাখি

বিবাগী পাখি

আশাপূর্ণা দেবী

বিবাগী পাখি

Books Pointer Iconআশাপূর্ণা দেবী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্ব ১

মেয়েটার বয়েস বছর চোদ্দ-পনেরোর কম নয়, কিন্তু স্কার্ট আর আঁটো জ্যাকেটের কারসাজিতে অধিকারী তাকে দশে নামিয়েছে।

তবু যেটুকু সন্দেহ আসতে পারত, সেটুকুও মেরে নেওয়া হয়েছে কোমরে ওই চওড়া জরির কোমরবন্ধটাকে কষে বেঁধে দিয়ে। ওটার জন্যেই বিশেষ করে বালিকা বালিকা লাগে। তা ছাড়া ভঙ্গিটাও লিলির নিতান্তই বালিকাসুলভ। যেন মনটাকেও সে ওই খাটো স্কার্ট, আঁটো জ্যাকেট আর চওড়া কোমরবন্ধের দেওয়ালের মধ্যে আ...

Loading...