প্রতি চুয়ান্ন মিনিটে

প্রতি চুয়ান্ন মিনিটে

মহাশ্বেতা দেবী

প্রতি চুয়ান্ন মিনিটে

Books Pointer Iconমহাশ্বেতা দেবী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এক

মালা মণ্ডলকে ধর্ষণ ও হত্যার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই—

—পুলিশ অপরাধীদের ধরছে না কেন?

—অপদার্থ ও. সি. জবাব দাও!

না, সুতানপুর থানার সামনের মাঠে মিটিং করে শ্লোগান দিয়েই ওরা থেমে যায়নি। পোস্টার মেরে এসেছিল সব জায়গায়। আর মালা মণ্ডলের ধর্ষণকারী চাঁদ যখন ধরা পড়ে, তখন আশ্চর্য উল্লাস হয়েছিল পুতলির।


—সুজাতাদি! ধরা পড়েছে লোকটা।

<...
Loading...