
নয় এ মধুর খেলা

জাহানারা ইমাম
সাতদিন পরে ফ্লাইট। ঢাকা থেকে লন্ডন, হিথরো বিমানবন্দরে তিনঘণ্টা পরে কানেক্টিং ফ্লাইটে সোজা ওয়াশিংটন ডি.সি.। সব বুকিং কনফার্মড, ওয়াশিংটন ডি.সি-তে টিনাকে ইন্টারন্যশনাল ভিজিটার্স প্রোগ্রামের পক্ষ থেকে লোক আসবে এয়ারপোর্টে, রিসিভ করতে। এর মধ্যে হঠাৎ সাব্রিনার টেলিফোন, ফ্রাংকফুর্ট থেকে।
‘তুমি নাকি অ্যামেরিকা যাচ্ছ একমাসের একটা প্রোগ্রামে?’
টিনা অবাক হ...