
জাদুনল

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পরিচ্ছেদঃ ১
পদ্মাবতীকে একটা চুমু খেলেন সত্যচরণ।
এখন সকাল, আটটা বাজতে সাত মিনিট বাকি। আশ্বিন মাস। গত ফাল্গুনে সত্যচরণ সাতাত্তর পেরিয়ে এসেছেন, পদ্মাবতী আগামী মাঘ মাসে একাত্তরে পা দেবেন। গত আষাঢ় মাসে তাঁরা তাঁদের সম্পর্কের পঁয়তাল্লিশ বছর পূর্ণ করেছেন। তবু এখনও পদ্মাবতীকে চুমু খেলে সত্যচরণের একটা পাপবোধ হয়। পদ্মাবতী অবশ্য কোনও আপত্তি করেন না, সত্যচরণ আরও এগোলেও আ...