
ধুলোবালি

বুদ্ধদেব গুহ
জিষ্ণু আর পরি বেরিয়ে গেছে অফিসে। কাক ডাকছে আলসেতে। হেমপ্রভা বারান্দাতে বসে আছেন চা খাওয়ার পর। এমন সময়ে ফোনটা বাজল। সকাল এগারোটা।
হ্যালো।
কেমন আছ?
ওপাশ থেকে হীরুবাবু বললেন।
ভালোই। তবে আজ একাদশী তো! পায়ের বাতের ব্যথাটা বেড়েছে। তুমি কেমন আছ?
আর থাকা! চলে যাচ্ছে। রোজ সকালে আমার পায়ের পাতা দুটো আর ডান পা-টা গোল হয়ে ফুলছে।