ধুলোবালি

ধুলোবালি

বুদ্ধদেব গুহ

ধুলোবালি

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনতন্নি সরকার২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

জিষ্ণু আর পরি বেরিয়ে গেছে অফিসে। কাক ডাকছে আলসেতে। হেমপ্রভা বারান্দাতে বসে আছেন চা খাওয়ার পর। এমন সময়ে ফোনটা বাজল। সকাল এগারোটা।

হ্যালো।

কেমন আছ?

ওপাশ থেকে হীরুবাবু বললেন।


ভালোই। তবে আজ একাদশী তো! পায়ের বাতের ব্যথাটা বেড়েছে। তুমি কেমন আছ?


আর থাকা! চলে যাচ্ছে। রোজ সকালে আমার পায়ের পাতা দুটো আর ডান পা-টা গোল হয়ে ফুলছে।


<...
Loading...