
দ্য রেড বুক
অভীক দত্ত
মাকে…
১।
ভোটের রেজাল্ট প্রকাশ পেয়েছে।
বাড়ির বাইরে প্রবল আবীর খেলা চলছে। প্রাচীরের ভিতরে বাইরে থেকে চকলেট বোমও ফেলা হয়েছে।
তপন রায়ের বাড়িতে আজ আর কেউ নেই।
অন্যান্য দিন লোক গিজগিজ করে।
আজ বাড়ি ফাঁকা। তপনের স্ত্রী শ্যামলী এসে বললেন, “বাইরের গেটে ওরা ভিড় করেছে”।
তপন বললেন, “দরজা খুলে দাও”।
শ্যামলী ভয়ের গলায় বললেন, “যদি অসভ্যতা করে?”
...