
দমকা হাওয়া

সুচিত্রা ভট্টাচার্য
০১. শ্রান্ত পায়ে হাঁটছিল অহনা
ট্রেন থেকে নেমে শ্রান্ত পায়ে হাঁটছিল অহনা। কলকাতা গেলে সারাদিন এত ধকল যায়, ফিরতিপথে শরীর যেন আর চলতেই চায় না। বিশ্রী একটা হাঁপ ধরে বুকে, মাত্র এই আটত্রিশ বছর বয়সেই। তারপর ক’দিন ধরে যা গরম! জৈষ্ঠ্যের এই রুটিসেঁকা তাতে প্রাণশক্তি তো এমনিই নিঃশেষ।
কলকাতার কাজটাজগুলো ঠিকঠাক মতো হলে তাও সান্ত্বনা থাকত খানিকটা। তা সে গুড়েও তো বালি। রাজ্য সমবায় ব্যাঙ...