
তিতলি

নবনীতা দেবসেন
১. খাট
‘খাট? খাট দিয়ে কী হবে?’ তিতলি আকাশ থেকে পড়ে।
‘লাগে, দিদিভাই, লাগে। আপনারা মূল্য ধরে দিচ্ছেন, আমরা যা যা লাগে সবই কিনে দেব, শুধু ওই খাটটা বাদে। ওর মধ্যে শয্যাবস্ত্র সবই পাবেন। শতরঞ্চি, তোশক, বালিশ, কোলবালিশ, চাদর, লেপ, শুধু খাটটাই এক্সট্রা। ওটাও আমরা দিতে পারি, তার জন্য একটু এক্সট্রা লাগবে। আর যদি নিজে দেখে কিনে দিতে চান তাহলে বৌবাজার চলে যান, ভালো ভালো ফার্নিচারের দোকান...