চব্বিশ ঘণ্টার ঈশ্বর

চব্বিশ ঘণ্টার ঈশ্বর

সমরেশ মজুমদার

চব্বিশ ঘণ্টার ঈশ্বর

Books Pointer Iconসমরেশ মজুমদার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

প্রথম পর্ব

ঘণ্টাখানেক ধরে যথেষ্ট বোঝাবার পরেও যখন স্ত্রীর মুখে হাসি ফুটল না, তখন মহাদেব বিরক্ত হলেন। বললেন, ‘প্রত্যেক বার তুমি সমতলে যাবে আর ফিরে এসে মন খারাপ করে বসে থাকবে। তা সত্ত্বেও যাওয়া বন্ধ করবে না।’

‘আমি কি সাধে যাই, ওরা আমাকে জোর করে নিয়ে যায়।’ শিবানী বললেন।

‘কেউ কাউকে জোর করে এক বার নিয়ে যেতে পারে, বারে বারে পারে না। তা ছাড়া তুমি তো ওখানে উদ্বাস্ত...

Loading...