
একা

সঞ্জীব চট্টোপাধ্যায়
এক
বসে আছেন তিনি।
ঠিক যেমন বসে থাকতেন গত শতাব্দীতে। বাইরেটা অনেক বদলে গেছে। বৈষয়িক জগৎ তো পালটাবেই। মোমের আলো, প্রদীপের বাতি, ছায়া অন্ধকার, নিঃসীম নির্জনতা, বাতাসের পত্রশাখার দীর্ঘশ্বাস, হাতপাখার মন্থর আন্দোলন, ধীরগামী যানবাহন, শতাব্দী গুটিয়ে নিয়েছে। এখন চড়া আলো, কর্ণবিদারী শব্দ, ব্যাবসাবাণিজ্য, থইথই জনসমুদ্র। তবু তিনি আছেন। বাস্তবের খাটে, ভাবের জগতে, ভক্তির...