আলোর ময়ুর

আলোর ময়ুর

প্রফুল্ল রায়

আলোর ময়ুর

Books Pointer Iconপ্রফুল্ল রায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

সারা গায়ে ভোরের শিশির মেখে ট্রেনটা সাহেবগঞ্জ এসে গেল।

রোদ উঠতে এখনও ঘণ্টাখানেক দেরি। হিমে আর কুয়াশায় চারদিক ঝাপসা হয়ে আছে। সাঁওতাল পরগণার লম্বা পাহাড়ি রেঞ্জটা দূর দিগন্তে অস্পষ্ট আঁচড়ের মতন মনে হচ্ছে। আকাশের এ-কোণে ও-কোণে এখনও দু-চারটে জ্বলজ্বলে তারা চোখে পড়ে।


রেলের টাইম-টেবলে এই ট্রেনটার একটা জমকালো পোশাকি নাম আছে– আপার ইন্ডিয়া এক্সপ...

Loading...