
পুতুল নিয়ে খেলা

অন্নদাশঙ্কর রায়
১. পুর্ণিয়া প্যাক্ট
‘আগুন নিয়ে খেলা’র নটোরিয়াস সোম ব্যালার্ড পিয়ারে জাহাজ ভিড়লে তল্লাস করে দেখল তার নামে এসেছে একখানা তার ও তিনখানা চিঠি।
তার করেছে কুণাল-ললিতা-কল্যাণ। ‘Welcome to India and us.’ বিলেত যাওয়ার আগে সোম কুণাল-ললিতার বিয়ে দিয়ে গেছল। ইতিমধ্যে তাদের একটি ছেলে হয়েছে আর তারা সেই ছেলের নাম রেখেছে বন্ধুর নামানুসারে ‘কল্যাণ’। বন্ধুপ্রীতির এহেন নিদর্শন দুর্লভ বলে সোম...