যাও পাখি

যাও পাখি

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

যাও পাখি

Books Pointer Iconশীর্ষেন্দু মুখোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৫ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

॥ এক ॥

সোমেন জানে, প্রেমের মূলেও আছে ভিটামিন।

ব্যাপারটা সে টের পেল শনিবার সকালে, বৈঁচী স্টেশন থেকে আড়াই মাইল উত্তরে গোবিন্দপুর গাঁয়ে বহেরুর কিচেন গার্ডেনে বসে। কিচেন গার্ডেন বললে অবশ্য কিছুই বলা হয় না। বহেরু তার বিশাল পরিবারের সবজিটা এই ক্ষেতে ফলিয়ে নেয়। আড়েদিঘে ক্ষেতটা চার-পাঁচ বিঘে হেসেখেলে হবে। বহেরু আদ্যিকালের চাষা নয়, কেমিক্যাল সার, ইনসেকটিসাইডসের সব বৃত্তান্ত জানে। জ...

Loading...