
আগুন নিয়ে খেলা

অন্নদাশঙ্কর রায়
১. শেষের দিন
সমুদ্র, কিন্তু হ্রদের মতো নিস্তরঙ্গ। আর খালের মতো সংকীর্ণ। দু-দিকে স্লেটপাথরের উপর ঘেরাও-করা পোড়ো জমি। দু-দিকের জমি যেখানে এক হয়েছে সেখানে একটি অতি প্রাচীন দুর্গ, নর্ম্যান যুগের হবে! দুর্গের পাশ দিয়ে গ্রামের লোকে ঘোড়ায়-টানা কার্ট নিয়ে সমুদ্রের কূলে আসে, কার্টে বালি বোঝাই করে ফিরে যায়। তাদের বাদ দিলে জনমানব নেই। শুধু জলপক্ষীরা বিহার করছে।
পেগি ...