অশরীরী ঝড়

অশরীরী ঝড়

সৈয়দ মুস্তাফা সিরাজ

অশরীরী ঝড়

Books Pointer Iconসৈয়দ মুস্তাফা সিরাজ
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক

ডনের দিদি অমিকে ভূতে পেয়েছে শুনে হেমাঙ্গ হাসবে না কাঁদবে ভেবে পায় না। একটু গম্ভীর হয়ে জিগ্যেস করে, করছে কী ও?

হুলো অবশ্য হাসছিল। বলে, করছে কী মানে? সারারাত বাড়িসুদ্ধ জাগিয়ে রেখেছে। বারান্দা থেকে উঠোন জলে কাদা। দেখে এসো না হেমাদা।

হেমাঙ্গ বিরক্ত হয়।—জলে কাদা মানে?

নিজের মাথা দেখিয়ে হুলো বলে, ঘিলুর মধ্যে যে ভূতটা ঢুকেছে, তাকে বের করে দেবার জন্...

Loading...