
লোভী চাষীর গল্প

নবনীতা দেবসেন
এক গ্রামে দুই ভাই থাকত। তারা ছিল চাষী। তাদের মা—বাপ ছিল না। দুই ভাই একসঙ্গে থাকে, একসঙ্গে রাঁধে বাড়ে খায়। একসঙ্গে মাঠে চাষ করে। কিছুদিন পরে, দাদার বিয়ে হল। বউ এসে বললে, তোমার ছোটো ভাইয়েরও তো বউ আসবে। সে এসেই বলবে, তার আলাদা রান্নাঘর চাই। তার চেয়ে এখনই আমাদের আলাদা আলাদা বাড়িতে থাকা ভালো। আলাদা আলাদা মাঠে চাষ করা ভালো।
দুই ভাইয়ের মাঠ আলাদা হয়ে গেল। দুই ভাইয...