
ব্যাপারটা কী হল

আশাপূর্ণা দেবী
| আশাপূর্ণা দেবী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দুপুরের খাওয়া-দাওয়ার পর রত্নেশ্বর খানিকক্ষণ ঘুমের ভান করে পড়ে থেকে উঠে পড়লেন। হ্যাঁ আজই। আজই কাজটা সেরে ফেলতে হবে। এমন সুবর্ণযোগ আর সহজে আসবে?
আজ রত্নেশ্বরের সেই মস্তান ভাইপোটা নাকি কোথায় যেন কাদের কোন টিমের সঙ্গে ফুটবল খেলতে গেছে। ফিরবে কী ফিরবে না। এ কী সোজা সুবিধে? ওর চোখ এড়ানো কী সহজ?
বেকার তো, তাই সারাদিনই বাড়িতে নেই, আবার সারাদিনই বাড়িতে আছে। এই দেখলে সদর দিয়ে বেরি...