
কত কান্ড রেলগাড়িতে

আশাপূর্ণা দেবী
| আশাপূর্ণা দেবী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১
যত কান্ড রেলগাড়িতেই!
অন্যে যে যা বলুক, রেলগাড়িতে ঘটা কান্ডকারখানার তুলনা নেই। এই জায়গাটিতে বহু কান্ডই ঘটে এবং ঘটে আসছে তার জন্মকাল থেকেই।
রেলগাড়ির জন্মকালের প্রথম অধ্যায়ে সেই দুই সাহেব ভূতের ঝগড়া (কে না জানে সেকাহিনি?) দিয়ে শুরু করে, কতরকম ঝগড়াই যে ঘটে আসছে তার ইয়ত্তা আছে? শুধু ‘ঘটে আসছে’ই বা বলি কেন? ঘটেই চলেছে।
ঝগড়া থেকেই কত কান্ডকারখানা।
জানলার ধা...