
এক সমুদ্র অনেক ঢেউ

আশাপূর্ণা দেবী
| আশাপূর্ণা দেবী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১
টিভি সিরিয়ালের সাম্প্রতিক কাহিনি
ব্যস ফুরিয়ে গেল বেড়ানো! শুরু হয়ে গেল ফেরার তোড়জোড়! দু-মাস একমাস নয়, কুড়ি কী পনেরো দিনও নয়, মাত্র চারদিন। চারটি দিন মাত্র সমুদ্র দেখতে পেল শানু। এক্ষুনি ফেরার জন্যে ফের বাক্স-বিছানাগুলো বাঁধা হচ্ছে।
ফেরা মানেই তো সেই বিচ্ছিরি কলকাতায়, যেখানে একবার একলা রাস্তায় বেরোবার জো নেই। এক সময়ও যা খুশি তা করবার উপায় নেই।
আশ্চর্য! আশ...