
বদন রায়ের অয়েল পেন্টিং – বিশ...

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| ভৌতিক হরর |
পোষ্ট করেছেনমৌসুমী দাস১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূত বিশ্বাস করি কি না জিজ্ঞেস করছ? যদি বলি বিশ্বাস করি, তাহলে তোমরা নিশ্চয় আমাকে নেহাতই পাড়াগেঁয়ে ঠাওরাবে। কিন্তু তাই বলে তো আর জলজ্যান্ত মিছে কথাটা বলতে পারি না! বিশেষ করে এই বুড়ো বয়সে!
সুতরাং জিজ্ঞেসই যখন করলে, তখন বলেই ফেলি, ভূত আমি বিশ্বাস করি।
চিরকালই যে বিশ্বাস করতাম, তা নয়। একটা বিশেষ ঘটনার পর থেকে বিশ্বাস করি, এবং বাকি জীবনটা বিশ্বাস করেই চলতে হবে আমাকে।
<...