
মোমের মিউজিয়াম – অদ্রীশ বর্ধন

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনদিপা চৌধুরী০৫ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
নিছক কৌতূহলের বশেই করাঞ্জাক্ষের মিউজিয়ামে এসেছিল শান্তনু। কার মুখে ও শুনেছিল করাঞ্জাক্ষের এই বিচিত্র সংগ্রহশালায় মোমের তৈরি যে-সব বস্তু আছে, তার তুলনা নাকি সচরাচর দেখা যায় না। কল্পনার বিভীষিকা শিল্পীর হাতে যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে—করাঞ্জাক্ষের মিউজিয়ামই তার নিদর্শন।
তাই শান্তনু এসেছিল গুজবের মধ্যে মিথ্যার পরিমাণ কতটা তা যাচাই করে নিতে। কিন্তু সমস্ত মিউজিয়ামটা দেখার পর মত পালটা...