
নীল ঘরের নটী

সৈয়দ মুস্তাফা সিরাজ
।। এক।।
ন্যাশনাল হাইওয়ে এখানে বাঁক নিয়ে চলে গেছে দূরের শহরে। এই বাঁকের এক পাশে গ্রাম অন্য পাশে হাসপাতাল খেলার মাঠ স্কুল থানা পোস্টাফিস। আবগারি দোকানও রয়েছে একটা। ঠিক তারই পাশে শুঁড়িখানা। তারপর ধুধু মাঠ—বন্ধুর নগ্ন একটা ব্যাপকতা, যতদূর চোখ যায়।
সপ্তায় দুদিন হাট বসে ধর্মরাজের প্রাচীন বটগাছের ছায়ার। কয়েকটি চায়ের দোকানও তার আনাচে কানাচে রয়েছে। এমনি এক দোকানে বসে ...