
টেলিফোনে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| ভৌতিক হরর |
পোষ্ট করেছেনদিয়া মল্লিক১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে, ‘সিক্স ফোর নাইন ওয়ান···সিক্স ফোর নাইন ওয়ান···সিক্স ফোর নাইন ওয়ান···।’
সকাল থেকে ডায়াল-টোন নেই। টেলিফোনের হরেক গণ্ডগোল থাকে বটে, কিন্তু এ-অভিজ্ঞতাটা নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর। খুব উদাসীনও।
প্রদীপের কয়েকটা জরুরী টেলিফোন করার ছিল। করতে পারল না।
কিন্তু কথা হল, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উ...