
নরক সংকেত

দেবারতি মুখোপাধ্যায়
ক্লাস টু—তে পড়ার সময় থেকে টেলিফোন ডিরেক্টরি খুঁজে যে
মানুষটিকে প্রায়ই ফোন করে বিরক্ত করতাম আর তিনি ধৈর্যসহকারে
আমার প্রশ্নের উত্তর দিতেন, আরেকটু বড়ো হয়ে
যাঁর হাত থেকে পুরষ্কার নিতে গিয়ে
পেয়েছিলাম আশীর্বাদ, যাঁর লেখায়
ঋদ্ধ হয়েছে আপামর বাঙালী
সেই পরমশ্রদ্ধেয়
শ্রীসুনীল গঙ্গোপাধ্যায়ের করকমলে
১