
যেখানে দেখিবে ছাই
অভীক দত্ত
।।পর্ব ১ – একুশ বছর বোধ হয়।।
“পোস্টমর্টেম রিপোর্ট বলছে ভারী কোন কিছু দিয়ে অতর্কিতে মাথার পিছনে মারা হয়েছে। কী দিয়ে মারা হয়েছে সেটা এখনও খুঁজে পাওয়া যায় নি, তবে অনুমান করা হচ্ছে পাথর জাতীয় কিছু। খুন হওয়া মহিলার ওজন সাতচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে ছিল। উচ্চতা পাঁচ ফুট আড়াই ইঞ্চি। খুনীর উচ্চতা মৃতার উচ্চতার থেকে বেশি। অন্তত প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে”।
রিপ...