
বৌরাণীর বিল

নীহাররঞ্জন গুপ্ত
| নীহাররঞ্জন গুপ্ত | |
| গোয়েন্দা সমগ্র |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
০১. প্রথম আষাঢ়ের নববর্ষা
প্রথম আষাঢ়ের নববর্ষা।
কলকাতা শহরে বর্ষাটা এবারে বেশ দেরি করেই নেমেছে। তাপদগ্ধ ধরিত্রী যেন জলস্নান করে জুড়িয়ে গিয়েছে। মেঘলা ভিজে আকাশে সন্ধ্যার তরল অন্ধকার যেন ঘন হয়ে চাপ বেধে উঠেছে। ঘরের মধ্যে কিরীটী আর সত্যজিৎ মুখোমুখি দুজনে দুটো সোফার ওপরে বসে। সত্যজিৎ তার বক্তব্য শেষ করে এনেছে তখন; দীর্ঘ উনিশ বছরের ব্যবধানে দুটো হত্যা। প্রথমটি স্ত্রী, উনিশ বৎসর প...