
দুঃস্বপ্ন বারবার

সুচিত্রা ভট্টাচার্য
| সুচিত্রা ভট্টাচার্য | |
| গোয়েন্দা সমগ্র |
পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১-২. টিফিনের ঘণ্টা
টিফিনের ঘণ্টা বাজতেই স্কুলব্যাগ থেকে প্লাস্টিকের বাক্সটা বের করল টুপুর। ক্লাসরুমে আহার ব্যাপারটা টুপুরের না-পসন্দ, সোজা গিয়ে বসেছে কম্পাউন্ডের ছাতিম গাছের নীচের বেদিটায়। সেই কোন সোয়া ন’টায় বেরিয়েছে, এখন ঘড়ির কাঁটায় দুটো পার। বহুৎ চোঁ-চোঁ করছে পেট, এক্ষুনি চিল চিৎকার জুড়বে নাড়িভুড়ি। থুড়ি ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, পাকস্থলি, অগ্ন্যাশয় ইত্যাদি ইত্যাদি।
...