
দাসত্ব নয়, স্বাধীনতা

গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
| গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনচয়ন সরকার১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
গৌরকিশোর ঘোষের পুত্র ও কন্যাদের কৃতজ্ঞতা জানাই, তাঁরা তাঁদের পিতার অত্যন্ত মূল্যবান কয়েকটি প্রবন্ধ ও চিঠিপত্র একসঙ্গে জড়ো করে প্রকাশের ব্যবস্থা করেছেন, সেই সঙ্গে হৃদয় মোচড় দেওয়া একটি মুখবন্ধে প্রবন্ধগুলি রচনার বিস্তীর্ণ পটভূমির বর্ণনা দিয়েছেন। ইন্দিরা গাঁধীর সেই বীভৎস ‘জরুরি অবস্থা’ ঘোষণার পর চার দশক অতিক্রান্ত, প্রবীণ মানুষজনের পুরনো স্মৃতি ক্রমশ ফিকে হয়...