
চাণক্য শ্লোক ও চাণক্য নীতিসূত্র

কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
| কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনবইয়ের জগৎ১২ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
চাণক্য সূত্র নামক নীতিশাস্ত্র বিষয়ক গ্রন্থটি চাণক্য রচিত বলে সামান্য প্রমাণ পাওয়া যায় এই গ্রন্থের অন্তিম তিনটি শ্লোকের মধ্যে। এই সামান্যতম প্রমাণটিকে সম্বল করে গ্রন্থের রচয়িতা সম্পর্কে দৃঢ়তার সঙ্গে কোনো সিদ্ধান্ত প্রকাশ করা বাতুলতার নামান্তর। চাণক্যের নীতিবিষয় শ্লোকসমূহের যে ছয়টি সংকলন গ্রন্থের পরিচয় পাওয়া যায়, সেগুলোর মধ্যে ‘চাণক্যসূত্র’ গ্রন্থের কোনো...