
ঘোর কলি

সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রথম সংস্করণ: জানুয়ারি ২০২০
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: ওঙ্কারনাথ ভট্টাচার্য
ভগবান শ্রীরামকৃষ্ণ ও মা সারদার
শ্রীচরণে
.
নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। তার আর ফেরা হল না। সমুদ্রে গুলে গেল। আমি মাপতে গিয়েছিলাম ‘কালের সমুদ্র— কালসমুদ্র’, নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। বিন্দু হয়ে হারিয়ে গেছি ‘কালসিন্ধু’তে। আদি, অন্তহীন হে মহাকা...