
মহাভারতের একশোটি দুর্লভ মুহূর্ত

ধীরেশচন্দ্র ভট্টাচার্য
| ধীরেশচন্দ্র ভট্টাচার্য | |
| ধর্মীয় |
পোষ্ট করেছেনরিয়া দাস১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
‘দুর্লভ মুহূর্ত কোনও দৈবী মুহূর্ত নয়। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত— এ জাতীয় কোনও রচনাও নয়। ‘দুর্লভ মুহূর্ত’ বলে সেইগুলিই গ্রহণ করা হয়েছে, যেগুলিতে জীবনের এক একটি পরিণতি, আংশিক অথবা পূর্ণ পরিণতি, বিচিত্রতম অভিজ্ঞতা ও জ্ঞান গ্রহণ করা হয়েছে। এর আলোচ্য মুহূর্তটি খণ্ড কোনও মুহূর্ত নয়—কীভাবে ধীরে ধীরে মুহূর্তটি ঘনিয়ে এল—ব্যাসদেবের সেই অমর বর্ণনাকে সহজ, ...