
মহাভারতের নারী

ধীরেশচন্দ্র ভট্টাচার্য
| ধীরেশচন্দ্র ভট্টাচার্য | |
| ধর্মীয় |
পোষ্ট করেছেনকিতাবের কথা১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
অপার মঙ্গলময়ের, পরমেশ্বরের করুণায় “মহাভারতের নারী” গ্রন্থটির রচনা শেষ হল। গ্রন্থটির সূচনায় ঈষৎ ভীতি নিয়ে রচনারম্ভ হয়েছিল। কারণ যে-বিষয় নিয়ে লিখতে চাইছি, ব্যাসদেবের তালিকা অনুযায়ী তাঁর সংখ্যা পঞ্চাশের বেশি, তালিকা অন্তর্ভুক্ত নয়, অথচ ব্যাসদেব মহাভারত গ্রন্থে অন্তত আরও দশটি চরিত্র আলোচনা করেছেন। এই ষাটটি নারী চরিত্র নিয়ে লেখা, এক অত্যন্ত কঠিন...