
মহাভারতের অষ্টাদশী

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
| নৃসিংহপ্রসাদ ভাদুড়ী | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনপাঠকের নিবাস১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
উৎসর্গ
তিনি এখন ত্বরিতগতি ছন্দ থেকে মন্দাক্রান্তায় পরিণত
সেই উত্তর-মেঘের সুষমাকে।
.
আরম্ভে
মহাভারতের অষ্টাদশী। অষ্টাদশী কথাটা একটা সংজ্ঞা। আমি বিয়াল্লিশ বছরের ঈষৎ-মেদিনী দেখেছি কত, তাদের মনের ভিতর এখনও কেমন অষ্টাদশী খেলা করে। কত ষাট বাষট্টির মহিলা দেখেছি–সতত রোমন্থনী-সংস্কৃতের কবিতমা শিলা ভট্টারিকা কি এঁদেরই কথা স্মরণ করেছিলেন...