
আ কালো অ শাদা ই লাল

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৬ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
যখন ‘আ’ বলি তখন কি কোনো রঙ ভেসে ওঠে চোখের সামনে? কোনো রঙ জ্বলজ্বল ক’রে ওঠে ‘অ’ বললে? ‘ই’ বললে? ‘উ’ বললে? সবুজ নীল রঙ আছে কি ‘ক’র ‘খ’র ‘গ’র? আমরা যারা খুব বাস্তব মানুষ তারা ‘আ’ বললে একটি ধ্বনি শুনি। ‘ই’ বললে আরেকটি ধ্বনি শুনি। কোনো রঙ ভেসে ওঠে না চোখের সামনে। কানে গুঞ্জন করে ধ্বনি। বাস্তব পেরিয়ে গিয়েছিলেন সবুজ চোখের এক কিশোর-তরুণ কবি। জাঁ আর্তুর র্যাবো। ফরাশি কবি। ওই কবি লিখেছিলেন : ‘আবিষ্ক...