
হাওয়াই চটির সন্ধানে – হিমানীশ গোস্বামী

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনদিয়া মল্লিক১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
গোয়েন্দা দাঁ-এর গোড়ালির ব্যথায় আবার কষ্ট হচ্ছিল, তবে এবারে ততটা মারাত্মক নয়। এমনিতে হয়তো ঘন্টাখানেক হাঁটলেন, কোনও ব্যথা নেই, কিছু নেই, কিন্তু হঠাৎ ব্যথায় থমকে পড়েন। দু’ তিন মিনিট হাঁটতেই পারেন না আর। তারপর এমনিতেই ব্যথাটা চলে যায়। এই কারণে গোয়েন্দা দে ব্যবস্থাপত্র দিয়েছেন, প্রতিদিন সকালে এবং বিকেলে অন্তত দেড় মাইল হাঁটার। গোয়েন্দা দাঁ বলেছিলেন, পাগল নাকি মশাই, এই গরমের মধ্যে গলদঘর...