
আঁধার আখ্যান

কৌশিক মজুমদার
প্রথম প্রকাশ : নভেম্বর ২০২০
নামাঙ্কন ও প্রচ্ছদ : কামিল দাস.
“গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত;
আমাকে কেন জাগাতে চাও?
হে সময়গ্রন্থি, হে সূর্য, হে মাঘনিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া,
আমাকে জাগাতে চাও কেন?”
অন্ধকার; জীবনানন্দ দাশ, বনলতা সেন।
.
কৃতজ্ঞতা
অরুন্ধতী মজুমদার, কামিল দাস,
রনিতা চট্টোপাধ্য...