
সন্দেহ – গজেন্দ্রকুমার মিত্র

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনপ্রিয়া দেব১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
চায়ের দোকানে কর্নওয়ালিস স্ট্রিটের রহস্যময় মৃত্যুর কথা আলোচনা হচ্ছিল।
দোকানের মালিক বিমলদা বললেন, আমার মনে হয় আত্মহত্যা।
আমি আর এক কাপ চা ফরমাশ করে বললাম, আত্মহত্যা বলে মনে হয় না ঠিক—দুর্ঘটনা বলেই বোধ হয়। কোন রকমে মাথায় ধাক্কাটাক্কা লেগে—
ওপাশে একটি সাতাশ-আটাশ বছরের যুবক বসে চা খাচ্ছিল। শ্যামবর্ণ, ঈষৎ কোঁকড়া চুল, মুখের ভাব কঠিন, দৃষ্টি তীক্ষ্ণ। সে হঠাৎ চায়ের কাপ ঠেল...