
ষড়যন্ত্র – গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনপূজা দেবনাথ১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
যেন একটা সাপের ছোবল খেলেন আচমকা রাউন্ড অফিসার। চমকে উঠলেন সেই মুহূর্তে। বন্ধ করা লোহার গরাদের ফাঁক দিয়ে দৃষ্টিটা ঘরের মধ্যে সঞ্চালিত করলেন। পরক্ষণেই চিৎকার করে উঠলেন অসংযত জ্বালা নিয়ে ; ওয়ার্ডার! —
জমাদার রামলোচন সিং পাহারায় ছিল, পায়চারি করছিল বারান্দার একদিক থেকে অন্যদিক পর্যন্ত—চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে ছুটে এল ওঁর সামনে।
ওকে আমল না দিয়েই রাউন্ড-অফিসার আবার চি...