
শঠে শাঠ্যং – চারু বন্দ্যোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনশ্রী কর্মকার১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কলকাতার চৌরঙ্গী রোডের উপর সন্তরাম জীবনরাম ভাটিয়ার মস্ত বড় দোকান ; সেই দোকানে অতি পুরাতন দুর্লভ ও নানা দেশ-বিদেশের বিচিত্র শিল্প-সম্ভারের কারবার করে সে। তিব্বতের তৈরি মণিপদ্মে হুং, নেপালের ধ্যানী বুদ্ধমূর্তি, চীনের প্রাচীন পোর্সিলেন, জাপানের মাৎসুমা পোর্সিলেনের বাসন, বর্মার ছাতা, চীনা মান্দারিনের প্রাচীন ড্রাগন আঁকা জোব্বা, চীনা চিত্রকরের প্রাচীন ছবি, জাপানী কিমোনো, জাপানী ছবি, সামুরাইয়ের ...