আট কুঠুরি নয় দরজা

আট কুঠুরি নয় দরজা

সমরেশ মজুমদার

আট কুঠুরি নয় দরজা

Books Pointer Iconসমরেশ মজুমদার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশ্রী কর্মকার২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক

দুরন্ত গতিতে লাল মারুতিটা ছুটে যাচ্ছিল।

তখন আকাশে শেষ বিকেলের চোরা আলো পঞ্চাশের রূপসীর হাসির মত অপূর্ব মায়াময়। পাহাড়ি রাস্তার একদিকে পাথরের আড়াল অন্যদিকে আদিগন্ত সেই আকাশ আর আকাশ। রাস্তাটায় আপাতত কোনও বাঁক নেই বলে গতি বাড়ছিল গাড়ির। হাওয়ারা পৃথার শ্যাম্পু ধোওয়া চুলে ঢেউ তুলছিল ইচ্ছেমতন। স্টিয়ারিং-এ বসে স্বজনের মনে হচ্ছিল সে বিজ্ঞাপনের ছবি দেখছে।


হ...

Loading...