
বুলেট খেলে মাথা ধরে – হিমাংশু সরকার

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনকিতাবের কথা০৫ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পার্ক স্ট্রীটের একটা নামকরা ‘রেস্টুরেন্ট ও নাইট ক্লাব’ থেকে যখন বেরিয়ে এলাম, তখন রাত অনেক। নেশায় আমার পা টলছে। এসি, লাইনে বিদ্যুৎ নেই। পথ অন্ধকার। রাস্তায় লোকজনও চলছে না। রাস্তার দুধারে, ডি.সি, লাইনের বাড়িগুলো থেকে সযত্নে টাঙানো জানলার পদাকে ফাঁকি দিয়ে সামান্য আলো এসে রাস্তায় পড়েছে।
মদ্যপান করার পর নেশা হলে আমি ‘অন প্রিন্সিপ্ল্ ট্যাক্সিতে উঠি না। ওতে অনেক সেয়ানারও বিপদ হয়েছে...