
নেকড়েমানবী

অনীশ দাস অপু
রূপোর গোল থালার মত একখানা চাঁদ উঠেছে আকাশে, ঝিলমিল প্রতিচ্ছবি ফেলেছে লেকের স্বচ্ছ কালো জলে। মুগ্ধ হয়ে জানালা দিয়ে দেখছি দৃশ্যটা, এই সময় হাঁফাতে হাঁফাতে ঘরে ঢুকল আমার স্ত্রী ভায়োলেট। বিস্ফারিত হয়ে আছে ডাগর চোখজোড়া, চেহারায় রাজ্যের ভয়।
‘কি হয়েছে?’ জিজ্ঞেস করলাম আমি।
‘ওয়েয়্যার উলফ,’ গুঙিয়ে উঠল ভায়োলেট।
ঠোঁট থেকে পাইপ নামালাম আমি, আর্ম চেয়ার ছেড়ে দাঁড়...