এক
অন্ধকারেও বাড়িটা চিনতে শেখরের ভুল হল না। গেটের দু পাশে দুটো খাড়া শাল গাছ। উল্টো দিকে মাঠের মাঝে সেই বটগাছটা আরও ডালপালা ছড়িয়ে উঁচু হয়ে উঠেছে।
ক্যাঁচ!
শেখরের হাতের ঠেলায় পুরনাে লােহার গেট মৃদু প্রতিবাদে পথ ছেড়ে সরে গেল। চারপাশ নিঝুম। কোনাে জনপ্রাণীর সাড়া পাওয়া যাচ্ছে না। বাড়িতে আলাের রেশমাত্র নেই। একটু এগিয়ে শেখর ডাকল—ব্রজদাদু! ও ব্রজদাদু!
<...